মাদারীপুরের রাজৈরে কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিধান বিশ্বাস একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত অর্জুন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামে বিএনপির এক কর্মী। ওই মামলায় বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়।
শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ দোকানে বসেছিলেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন বিধান বিশ্বাস। এলাকায় খাল খননসহ সব কিছুতেই একক প্রভাব বিস্তার করতেন তিনি। তার বাহিনীর ভয়ে এখনো মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ।
এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, চেয়ারম্যান বিধান বিশ্বাস একটা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে।