মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ ও এক বীরাঙ্গনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক সাকিব সনেট। ছবিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খান। তবে শাকিব জানিয়েছেন, তিনি ছবিটির সঙ্গে থাকছেন না।
কারণ হিসেবে শাকিব বলেন, “ছবিটি নিয়ে আমার কাছে একবারই প্রস্তাব এসেছিল। পরে যোগাযোগ করলেও আমি না করে দিতাম। কারণ বীরশ্রেষ্ঠ নিয়ে কাজ করতে হলে অনেক বড় ক্যানভাসে করতে হবে।”
তিনি আরও বলেন, “স্পেশালভাবে যদি বীরশ্রেষ্ঠদের নিয়ে কোনো কাজ হয়, তাহলে আমি নিজ উদ্যোগে সেটাতে কাজ করতে চাইব। আর সেটা হবে অনেক বড় বাজেট ও ক্যানভাসের। অনেক প্রস্তুতির ব্যাপার থাকবে তাতে। হুট করে ঘোষণা দিয়ে ছবি শুরু করলেই তো আর বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা বানানো সম্ভব নয়।”
সাত বীরশ্রেষ্ঠ ও এক বীরাঙ্গনার সংগ্রাম নিয়ে ছবিটি পরিচালনা করবেন সানী সানোয়ার। চলতি মাসেই মহরতসহ আনুষ্ঠানিক সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর আগামী মাসে শুটিং শুরুর কথা রয়েছে।