করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের ২২০ রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান অল-আউট হয়েছে ৩৭৮ রানে। লিড হয়েছে ১৫৮। পাকিস্তানের হয়ে দাপট দেখিয়েছেন লেজের দিকের ব্যাটসম্যানরা। হাসান আলী ২১, নোমান আলী ২৪ ও ইয়াসির শাহ ৩৮ রানে অপরাজিত থাকেন।
এই হাসান আলীকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোশ্যাল সাইটে একটি হাস্যকর পোস্ট দিয়েছে। ৩৩ বলে ২১ রান করা হাসান আলী প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে নবম ব্যাটসম্যান হিসেবে বোল্ড হয়ে যান। তার আউট হওয়ার মুহূর্তের দুটি ছবি প্রকাশ করেছে এএফপি। সেই ছবি ফেসবুকে পোস্ট করে হাস্যরসের জন্ম দিয়েছে আইসিসি।
ছবিতে দেখা যাচ্ছে, রাবাদার বলটি উড়িয়ে মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে গেছেন হাসান। মিডলস্টাম্প উপড়ে গেছে। উইকেটকিপার কুইন্টন ডি কক তা চেয়ে দেখছেন। এই ছবিটিই আইসিসি এমনভাবে ক্রপ করেছে যে, যাতে মনে হচ্ছে হাসান আলী বড় কোনো শট খেলছেন। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার প্রোফাইল ছবি বনাম সম্পূর্ণ ছবি।’ যথারীতি এই পোস্টে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে পাকিস্তান আর ভারতীয় সমর্থকদের মাঝে। বাংলাদেশিদের কেউ ভারতের আবার কেউ পাকিস্তানের পক্ষ নিচ্ছে।