তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম জে কিবরিয়া চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার (৬জানুয়ারি) নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত -৬ এ জামিন মঞ্জুর করেন।
এর আগে গতকাল রবিবার (৫জানুয়ারি) রাতে রাজধানীর পল্টনস্থ দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ সিটিজেন নিউজকে জানান, ‘তথ্য প্রযুক্তি আইনে গতকাল রবিবার সাংবাদিক এম জে কিবরিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়। এর পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার জামিন হয়েছে কিনা তা এখনও জানি না’