সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছে বাংলাদেশের কিশোররা।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে, সোমবার বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ।
প্রথমার্ধে ভারতের আক্রমন ঠেকাতেই ব্যস্ত থাকে পিটার টার্নারের বাংলাদেশ দল। ৩৬ মিনিটে ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যার্থ হন ভারতের মারাজ হোসেন। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য থেকেই।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় দু-দলই। গোলের জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু কাংখিত গোলের দেখা পায়নি কোন দল।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। তিন নাম্বারে থাকা শ্রীলঙ্কার অর্জনে কোনো পয়েন্ট নেই।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। জয়ী দল সেমিফাইনালে সঙ্গী হবে বাংলাদেশের।