ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে দুর্নীতি দমন অভিযানে চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। পল্লী উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠনাথ, সরকারি চাকরির সুবাদে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। দুর্নীতি দমন দপ্তরের (ভিজিল্যান্স) হঠাৎ অভিযানে ধরা পড়ে যান তিনি।
তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এখন পর্যন্ত প্রায় *২ কোটি ১০ লাখ রুপি নগদ অর্থ* উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটেছে তল্লাশির সময়।
দুর্নীতি দমন কর্মকর্তারা তার বাসার দরজায় পৌঁছানোর আগেই, আত্মরক্ষার আশায় চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠনাথ জানালা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা বাইরে ছুঁড়ে ফেলে দেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে সেই সমস্ত টাকা উদ্ধার করে জব্দ করে দুর্নীতি দমন দপ্তর।
এই অভিযানের নেতৃত্ব দেন *২৬ জন কর্মকর্তা, যার মধ্যে ছিলেন **৮ জন ডিএসপি, ১২ জন ইন্সপেক্টর এবং ৬ জন এএসআই। শুধু নগদ অর্থই নয়, অভিযানকালে **জমি, ফ্ল্যাট, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান নথিপত্র*ও জব্দ করা হয়েছে।