বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে এলো নতুন মুখ। আজ শুক্রবার বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালকের পদ পেয়ে আজ বিসিবির সভায় যোগ দেন এই কিংবদন্তি ক্রিকেটার। এরপরই বিসিবির পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল।
আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির ১৬তম সভাপতি হিসেবে বুলবুলের অভিষেক হলো আজ, এক টালমাটাল সময়ের মাঝখানে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বুলবুলের বক্তব্য ছিল সংক্ষিপ্ত, সরল ও প্রতীকী। নিজের ভূমিকাকে ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’ একইসঙ্গে জানান কোন টাইম ফ্রেম নিয়ে আসেননি তিনি। বলছিলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’
ফারুক আহমেদের হঠাৎ বিদায়ের পর দ্বায়িত্ব পেয়ে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। মাত্র কয়েক মাস আগে নির্বাচিত হওয়া ফারুকের বিরুদ্ধে বোর্ডের ৮ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদে অনাস্থা জানান। এরপরই এনএসসি তার পরিচালক পদ বাতিল করে, যার ফলে ফারুক স্বয়ংক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব হারান। ফারুক এ ঘটনাকে রাজনৈতিক চাপ ও অন্যায়ের ফল বলে দাবি করেছেন এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দৃষ্টি আকর্ষণ করেছেন