কুমারখালীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানির অপরাধে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে কুমারখালী থানায় । ভুক্তভোগী ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করেছেন । এ ঘটনায় সোমবার তিন সদস্য বিশিষ্ট টিম তদন্ত করেছেন ।
অভিযুক্ত প্রধান শিক্ষক উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বপাড়া ভালূকা গ্রামের মৃত শেখ সদর উদ্দিনের ছেলে শেখ রেজাউল করিম মিলন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ।
জানা যায়, ১২ মে দুপুরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রধান শিক্ষকের নির্দেশে গ্রন্থাগারে রেখে আসেন । প্রধান শিক্ষক ওই ছাত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন । এ ঘটনায় গত ১৫ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা । লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক’কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় । এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের বিচার দাবীতে রোববার মানববন্ধন ও প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন । এরপর রোববার সন্ধ্যায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় । পরবর্তীতে সোমবার সকালে তদম্ত টিম বিদ্যালয়ে তদন্তে গেলে প্রধান শিক্ষক এবং ওই ছাত্রী অনুপস্থিত ছিলেন ।
মামলার বাদী জানান, ন্যায় বিচারের আশায় থানায় মামলা করেছি ।মামলার কাজে মেয়েকে নিয়ে আদালতে থাকার কারণে তদন্তে উপস্থিত থাকতে পারেননি ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে । আসামি আটকের জন্য জোড় চেষ্টা চলছে ।