ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্বরের অদূরে ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, নিহতের নাম শাহীন (৩০)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার খাদগড় গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি। এক সন্তানের জনক শাহীন সাভারে রেডিও কলোনি এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসার সামনে রাত সাড়ে ৯টার দিকে পরপর দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে জনবহুল এলাকার লোকরা ছোটাছুটি শুরু করেন। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।
কারা কি উদ্দেশ্যে জনকল এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে থাকা র্যাবের একজন সদস্য জানান, খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।