নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, নিবন্ধন স্থগিত থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি জানান, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তা বাতিল বা প্রত্যাহার না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।’
সোমবার (১৯ মে) রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ভোটার তালিকা হালনাগাদ–২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এমনটি বলেন।
এদিকে, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকলরাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না।