কেরানীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাজী সালাহ্ উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দৈনিক জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিযুক্ত ছিলেন।
মরহুম হাজী সালাহ্ উদ্দিন মিয়া স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ উপজেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার পেশাদারিত্ব, সৎচরিত্র ও নীতিনিষ্ঠতা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বাদ মাগরিব দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা উঁচু কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।