মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন
মো.এমরুল ইসলাম: মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ মার্চ) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মোহাম্মদ আলী,র সার্বিক ব্যবস্থাপনায় খিদিরপুর বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন মনোহরদী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার আরিফা।
এ সময় অন্যান্যের মধ্যে খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার,ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।