মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
মো.এমরুল ইসলাম
নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।
পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় পুলিশ। পরে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জাব্বার এর নেতৃত্বে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আটক করে মনোহরদী থানা পুলিশ। এসময় তাদের তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।