নরসিংদীতে ‘জোর যার মুল্লুক তার’ কায়দায় জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি
আর এ লায়ন সরকার, নরসিংদী।
‘জোর যার মুল্লুক তার’ নীতির মতোই কায়দা করে আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা করে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এরা সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই— এভাবেই কথাগুলো বলছিলেন নরসিংদী সদর উপজেলার ভুক্তভোগী শাজাহান মিয়া। তিনি পেশায় একজন কৃষক।
গত শনিবার শাজাহান নিজের পৈত্রিক জমিতে গেলে বিপরীত পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ তার ওপর চড়াও হন। এ সময় আত্মরক্ষার্থে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার হাজীপুর বাদুয়াচর গ্রামে। এদিকে শাজাহান মিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামি করে একটি ৭ দ্বারা মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন ওই গ্রামের জামাল উদ্দিন. বাছির উদ্দিন পিতা মৃত আরব আলী, শফিকুল মিয়া পিতা মৃত আইয়ুব আলী, মোরশেদ মিয়া, মনির হোসেন, শামসুল মিয়া সর্বপিতা ইছব, ওবায়দুল্লাহ, কাউসার মিয়া, মোবারক মিয়া, রোমান মিয়া সর্বপিতা মৃত জয়নাল মিয়া। সকলে নরসিংদী বিজ্ঞানের আদালতে মুশলাকা দিয়েছেন যে ভবিষ্যতে শাজাহান মিয়া ও তার পরিবারের কোনো ক্ষতি সাধন করিবেন না।
আদালতে মুছলেকা দেওয়ার পরেও বিভিন্নভাবে জমি দখল করার পায়তারা করছে, বাদুয়ারচর মৌজার আর, এস-২৩৫৮নং খতিয়ানের ৪৫৯৮ (বাড়ি) ৪৭১৮ নাল (কৃষি) ৪৭২২ ডোবা (কৃষি) ৫১১২ নাল (কৃষি) মিলিয়ে ২৪ শতাংশ ৫১পয়েন্ট জায়গার মালিক চারজন ওয়ারিশ থাকলেও তিনজনকে দেখিয়ে জামাল উদ্দিন গং জমি আত্মসাধের চেষ্টা করে আসছে।
শাজাহান আরও বলেন,গত শনিবার আমরা জমিতে গেলে তাদের সহযোগী লোকজনদের নিয়ে আমার ওপর আক্রমণ করতে এসে আামকে হত্যার হুমকি দেয়। তারা খুব প্রভাবশালী, গুন্ডা ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এমতাবস্থায় আমার জীবনের ঝুঁকি রয়েছে। তাই আমি আমার পৈত্রিক জমি ফেরত ও বিবাদীদের শাস্তি দাবি করছি।
এ প্রসঙ্গে অভিযুক্তদের একজন জামাল উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে জানতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হকের মুঠো ফোনে ফোন দিলে রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।