ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক
রিমল তালুকদার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ বলেন নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি। পরিচয় সনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।