বাংলাদেশ জুয়েলারি এক্সপো, এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত আজ শনিবার শেষ হতে চলেছে। এই এক্সপো চলছে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনদিন ব্যাপী। শেষ দিনে আজ আরও জমে উঠেছে এক্সপো। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন জুয়েলারি শপগুলো তাদের পণ্যে দিচ্ছে নানা ধরনের ছাড়। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারের ছড়াছড়িতে প্রথম দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে।
জানা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি করা নানা ডিজাইনের অলঙ্কার প্রদর্শন করছেন। এখানে এসে নগদ টাকায় যেমন কেনা যাচ্ছে তেমনি কেউ চাইলে পছন্দের অলঙ্কার অর্ডার করেও রাখতে পারছেন। নিজের পছন্দ অনুযায়ী অলঙ্কার ডিজাইন করারও সুযোগ আছে।
এক্সপোতে মোট ৬৫টি স্টল রয়েছে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নিয়েছে। এর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকার প্রদর্শন করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে জমকালো ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রতে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, ৫ লাখ টাকার ২য় পুরস্কার এবং ৩য় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে ১ লাখ টাকা করে ১০টি। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে আলাদা র্যাফেল ড্র।
এক্সপোতে মোট ৬৫টি স্টল রয়েছে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নিয়েছে। এর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকার প্রদর্শন করা হচ্ছে।