আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’ রবিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এই বর্ধিত সভায় উপস্থিত থেকে নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না। কিন্তু দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
অপকর্মের জন্য বিএনপি আমলে নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না : ওবায়দুল কাদের
1 Min Read