১২০ কোটি টাকা ব্যয়ে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করবেন অনন্ত জলিল। বাংলাদেশ, ভারত, ইরান এবং তুরস্কের বিভিন্ন শিল্পী অভিনয় করবেন এ সিনেমাতে। এটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জলিলপত্নী ও চিত্রনায়িকা বর্ষা।
‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। বর্ষার নিরাপত্তায় কাজ করবেন তিনি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’। সিনেমাটির মহরতে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেতা। কেমন হবে সেই দেহরক্ষীর লুক?
কিছুদিন আগেই সেই লুক প্রকাশ করেছিলেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছিলো গোফসহ। তবে সে লুক খুবই সমালোচনার শিকার হয়। এবার তাই গোফ ফেলে দিয়ে হাজির হলেন তিনি সোশাল মিডিয়ায়।
সঙ্গে সাদা শার্টের উপর হালকা সবুজ রঙের স্যুট-টাই। মাথার চুল স্পাইক করা। বেশ লাগছে দেখতে অনন্তকে। বলার অপেক্ষা রাখে না, নতুন এই লুক বেশ মনে ধরেছে নেটিজেনদের। ভাইরালও হয়েছে ছবিটি। ১ ঘণ্টার মধ্যে ২৮ হাজার রিয়েক্ট পড়া ছবিটি শেয়ার করেছেন দেড় শতাধিক নেটবাসী।
‘অসম্ভবকে সম্ভব করা’ সংলাপের অভিনেতা অনন্ত জলিল নতুন লুকের ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘নেত্রী : দ্য লিডার মুভির আরো একটি লুক’।
এদিকে নিশ্চিত হওয়া গেছে, বর্তমানে সিনেমাটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। সেখানে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু শিল্পীরাও রয়েছেন।
এ সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াতকেও। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।