জাতীয় নেতা হওয়ার আগেই অনেক রাজনীতিবিদের অভ্যাস শীতল রুমে (এসি) বসবাসের। যে কারণে শোয়ার রুম থেকে ওয়াশরুম, এমনকি যাত্রা পথেও এসি ছাড়া তাদের চলেই না!
তবে সেই সব নেতাদের থেকে একদম আলাদা মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে অংশ নিয়েই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি সাধারণ জনগণের মতোই সোমবার বাইক চালিয়ে হাজির হলেন সচিবালয়ে।
জাতীয় সংসদের একজন সদস্য হয়েও কোনো ধরনের নিরাপত্তা বেস্টনি এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে যানজটের মধ্যেই দাঁড়িয়ে রইলেন দেশের সাবেক এ সফল অধিনায়ক।
দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর এই আইডলের বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই ছোটভাই মোরসালিন মুর্তজা। ছবিটি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ছবির ক্যাপশনে মোরসালিন লিখেছেন, নড়াইলের উন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে, চেনা যায়?