সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার এবং চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের গণসংহতি সমাবেশ ।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, রতন সরকার রংপুর বিভাগের কণ্ঠস্বর হয়ে সবসময় অনিয়ম, দুর্নীতি ও মানুষের দুঃখ-দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরেছেন এবং গণমানুষের কাছে প্রশংসিত হয়েছেন। এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা ন্যক্কারজনক ঘটনা।
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন-বিপিডিএ নামের প্রতিষ্ঠানে ‘২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা’ শীর্ষক শিরোনামে ওই প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন। এতে বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম, দুর্নীতি আড়াল করতে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করে। অতিদ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন-বিপিডিএ নামের প্রতিষ্ঠানে ‘২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা’ শীর্ষক শিরোনামে ওই প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন। এতে বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম, দুর্নীতি আড়াল করতে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করে। অতিদ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।