বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক জেনারেল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা মাসিক সাকুল্যে দুই লাখ টাকা বেতন পাবেন। অন্যান্য কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ব্যাংক আবার প্রকাশ করেছে।
পিএসসিসহ লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল সমমর্যাদার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
যোগ্য প্রার্থীদের ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সিভি পাঠাতে হবে ‘মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ ঠিকানায়।