আফগানিস্তানে তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁরা গণমাধ্যমকর্মী ছিলেন। দেশটিতে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে প্রায়ই হত্যার ঘটনা ঘটে। ওই তিন নারী যে টেলিভিশন চ্যানেলে কাজ করতেন, সেই চ্যানেল তাঁদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। খবর এএফপির।
সন্ত্রাসী সংগঠন আইএসের স্থানীয় সহযোগী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাঁদের হত্যা করা হয়েছে।
আফগানিস্তানে সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী ও বিচারকদের ওপর হামলা ও হত্যার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এতে অনেকে আত্মগোপন করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ দেশ ছেড়েই পালাচ্ছেন।
ওই তিন নারী স্থানীয় এনিকাস টিভিতে কাজ করতেন। চ্যানেলটির পরিচালক জালমে লতিফি বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পৃথক দুই হামলার ঘটনায় ওই তিনজন নিহত হন। কাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তাঁদের ওপর গুলি চালান হামলাকারীরা। তাঁরা তিনজনই টেলিভিশন চ্যানেলটির ডাবিং বিভাগে কাজ করতেন।
আফগানিস্তানে সংঘটিত বিভিন্ন হামলার ঘটনার জন্য আফগান সরকার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তালেবান জঙ্গিদের দায়ী করছেন। গতকালের হামলার সঙ্গে জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছেন তালেবানের একজন মুখপাত্র।
আফগানিস্তানে সরকার ও তালেবান দুই পক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনায় গতি ফেরাতে দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ চলতি সপ্তাহে কাবুল সফরে গেছেন। এরই মধ্যে গতকাল ওই হামলা হলো।