অবশেষে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় অর্থনীতি ও গাইবান্ধার আজকের জনগন সহ সামাজিক যোগাযোগে প্রকাশিত সংবাদ প্রকাশের পর সেই তিন মাদ্রাসার ছাত্রর সন্ধান মিলল ঢাকায়।জানালেন অভিভাবক তিলক পাড়াগ্রামের নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিউলের পিতা রশিদুল ইসলাম। তিনি বলেন আমি ছেলের সংগে মোবাইলেে কথা বলেছি তিন জনই ভাল আছে মাইক্রো নিয়ে তাদের আনতে যাচ্ছি। আল্লাহ পাক রহমত করেছেন।
উল্লেখ্য যে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাটে অবস্থিত মরহুম আমজাদ হোসেন নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার তিনজন শিক্ষার্থী গত ১৪ ফেব্রুয়ারী ভোরে মাদরাসা থেকে , ধাপেরহাট তিলকপাড়া গ্রামের রশিদুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (১২) একই গ্রামের রেজাউল করিমের পুত্র শিপন মিয়া (১১) ও পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার আছমতপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র শরিফ বাবু (৯) নিখোঁজ হলে অভিভাবকের পক্ষে স্থানীয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারন ডায়েরী করা হয় যাহার নং ৩৪৬।
জাতীয় অর্থনীতি পত্রিকায় প্রকাশিত সংবাদের ফলে ঢাকায় সন্ধান মিললো ধাপেরহাটের ৩ মাদরাসা ছাত্রের
1 Min Read