বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ তুঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে ভালো করছেন। মোস্তাফিজুর রহমান ফিরছেন পুরোনো ছন্দে। পেসার অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের নাম ছড়াচ্ছে। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া এই চার বাংলাদেশির অন্তত দুজন এবারের আসরে খেলতে পারেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়।
নিলামে ওঠার আবেদন করেছিলেন মোট এক হাজার ১১৪ জন ক্রিকেটার। তবে শিকে ছিঁড়ল মাত্র ২৯২ জনের। তার মধ্যে ১৬৪ জন ভারতীয়, বাকিরা বিদেশি। সেই বিদেশিদের তালিকায় আছেন চার বাংলাদেশি।
এই চার ক্রিকেটারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব। তিনি ইতিমধ্যে ৬৩টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। তার বেস প্রাইস রাখা হয়েছে দুই কোটি। নিলামের বেস প্রাইসের ক্ষেত্রে দুই কোটি হলো সর্বোচ্চ। অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ বেস প্রাইসই পেয়েছেন। মোস্তাফিজুর এর আগে আইপিএলে ২৪টা ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তার বেস প্রাইস এক কোটি টাকা। এই দুজনেরই এবার খেলার সম্ভাবনা বেশি।
মাহমুদুল্লাহ এর আগে আইপিএল খেলেননি। তবে বাংলাদেশের হয়ে ৪৯টা টেস্ট, ১৯১ ওয়ান ডে এবং ৮৭টা টি২০ খেলে ফেলেছেন। তার বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ। সাইফুদ্দিনও আইপিএল খেলেননি।
তরুণ এই ডানহাতি মিডিয়াম পেসার ২৩টা ওয়ানডে এবং ১৫টা টি২০ খেলেছেন। তার বেস প্রাইস ধার্য করা হয়েছে ৫০ লাখ।