ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পর টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ পরে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। কিন্তু সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।
এক বিবৃতি দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১৩ মার্চের জায়গায় শুরু হবে ২০ মার্চ। অনুমিতভাবেই তাই টি-২০ সিরিজও পিছিয়ে যাবে এক সপ্তাহ। ২৮ মার্চ থেকে শুরু হবে সিরিজটি। শেষ হবে আগামী ১ এপ্রিল।
বাংলাদেশ সিরিজ পেছালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লাক ক্যাপস নারীদের টি-২০ সিরিজের সূচিতে আসছে না কোন পরিবর্তন। বিবৃতিতে জানানো হয়েছে, করোনা চ্যালেঞ্জের কথা বিবেচনা করে এবং সফরকারী দলকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিতে সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে নেওয়া হচ্ছে। পূর্বের ভেন্যুতেই প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে পরিবর্তিত সূচিতে।
এরই মধ্যে ওই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে কিউই বোর্ড। তবে সিরিজ পিছিয়ে যাওয়ায় কেউ যদি মনে করে অর্থ ফেরত নেবে, তাহলে পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ মার্চ। বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনদের এবং অজিদের বিপক্ষে কিউই নারীদের টি-২০ সিরিজটি একই দিনে হবে। ভেন্যুও একই রাখা হয়েছে।