জামিন পেলেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরী।
রোববার রাতে ঢাকার নয়াপল্টনের কার্যালয় থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সোমবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতের ৬নং আমলি আদালতের বিচারক মো. সায়দীন নাহি তার জামিন মঞ্জুর করেন।
তমা গ্রুপের মালিক আতাউর রহমান ভূঁইয়া মানিক ২০১৯ সালের ১১ ডিসেম্বর পত্রিকার চেয়ারম্যান মনিরুন্নেছা রিনু ও সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেফতার করে সোনাইমুড়ী থানায় নিয়ে আসা হয়।
সোমবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এ ছাড়া আদেশে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল হককে শোকজ করা হয় এবং অ-আমল যোগ্য মামলায় আদালতের বিনা অনুমতিতে কিভাবে তাকে গ্রেফতার করা হলো আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার জবাব দেয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দেন।
২০১৯ সালের ২৭ নভেম্বর দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় “তমা গ্রুপের মানিক হাজার কোটি টাকার মালিক, জামাত-শিবির-বিএনপি হয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি” শিরোনামে বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে একটি সংবাদ পরিবেশন করেন। ওই সংবাদে আতাউর রহমান ভূঁইয়া মানিক ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১১ ডিসেম্বর সোনাইমুড়ী থানায় একটি মানহানির মামলা করেন।