আর মাত্র কয়েক ঘণ্টার পরই বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে-পরে নাচে-গানে মঞ্চ মাতাবেন বাংলাদেশ ও ভারতের তারকারা।
বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। থাকছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের ও সনু নিগম। ভারতীয় তারকাদের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ, ব্যান্ডদল জেমস-সহ আরও অনেকে।
মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সুচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। নিচে সূচিটি দেয়া হল:
২.৩০টা: দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে
৫.০০ টা: জাতীয় সঙ্গীত পরিবেশন
৫.২৫ টা: মইদুল ইসলাম খানের পারফর্মেন্স
৫.৩৫: রেশমি মির্জার পারফর্মেন্স
৬.০০ টা: জেমসের পারফর্মেন্স
৬.৪০টা: মমতাজের পারফর্মেন্স
৭.৩০ থেকে ৭.৪০ টা: আতশবাজী
৭.৪৫ টা: সনু নিগামের পারফর্মেন্স
৮.৩৫টা: লেজার শো
৮.৫৫ টা: কৈলাশ খেরের পারফর্মেন্স
৯.৩৫ টা: ক্যাটরিনা কাইফের পারফর্মেন্স
১০.০০ টা: সালমান খানের পারফর্মেন্স
১০.২০ টা: সালমান খান ও ক্যাট্রিনা কাইফের যৌথ পারফর্মেন্স