মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে র্যাপিড পাসে রিচার্জ করতে পারবেন মেট্রোরেলের যাত্রীরা। এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
ডিটিসিএ জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়েই রিচার্জ করতে পারবেন। রিচার্জের ইতিহাস দেখা, কার্ড ব্যবহার এবং ব্যালেন্স যাচাই করা, এনএফসি সমর্থিত স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিক ব্যালেন্স পরীক্ষা করা সম্ভব। এছাড়া বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।
