পাকিস্তানি ক্রিকেটাররা আর কোনো বিদেশি লিগে খেলতে পারবে না। গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমায়ের আহমদ সৈয়দ খেলোয়াড় ও তাঁদের প্রতিনিধিদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, বিদেশি লিগ ও অন্যান্য দেশের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের প্রদত্ত সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।
এই সিদ্ধান্ত নেয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বোর্ড। তবে এই সিদ্ধান্তটি এলো দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান অল্প ব্যবধানে হেরে যাওয়ার পর।
এদিকে পাকিস্তানের প্রধান প্রথম শ্রেণির প্রতিযোগিতা ‘কায়েদ-ই-আজম ট্রফি’ আগামী অক্টোবর থেকে শুরু হবে। এটি আগে ২২ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও পেছানো হয়েছিল।