শাফাক নিউজ, রয়টার্স: যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন (আনসারআল্লাহ)। পাশাপাশি ৯ জন ব্যক্তি ও দুটি জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র নিজেই হুথি আন্দোলনের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যাদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে সেটি কার্যকর থাকলেও, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পর নতুন করে উত্তেজনা শুরু হয়।