এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ পরবর্তী মন্তব্যের জন্য আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সূর্যকুমার যাদব। এই ঘটনায় ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। অন্যদিকে সুপার ফোরের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তান পেসার হারিস রউফকেও শাস্তি দেওয়া হয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন সূর্যকুমার। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর সূর্যকুমারের মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে চিহ্নিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
