সিপিএলে এলিমিনেটর থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসানের দল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এরপরই মাইনর লিগ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব। যেখানে প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আটলান্টাকে জয় এনে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে আগে ব্যাট করতে নেমে মরিসভিলে র্যাপটরসকে ১৮১ রানের লক্ষ্য দেয় আটলান্টা ফায়ার। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান তুলতে পারে মরিসভিলে।