নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে নবজাতকের মা, বাবা ও নানীর সামনেই এক অজ্ঞাত নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
নবজাতকের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার সময় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না এবং প্রবেশপথে কোন ধরণের তল্লাশি বা নজরদারি ছিল না। তারা মনে করছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই চুরি সংঘটিত হয়েছে।
এ ঘটনার পর নবজাতকের পরিবার ও উপস্থিত সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও স্টাফরা তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চুরিতে জড়িত নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং নবজাতক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
