পুনরায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলেন খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।গতকাল শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টা থেকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল।
সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।
এই কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মাধবদী থানা কৃষক দলের যুগ্ন আহবায়ক এম এ জামান ফকির।
