কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :মোঃ উজ্জ্বল মিয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউতখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী রাউতখোলা এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করছে। মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।
