নিজ দেশের নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা জারি করে জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বাড়ছে এবং তা সহিংস রূপ নিতে পারে।
নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভের কারণে গ্রেপ্তার ও আহতের ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়ক অবরোধ, গণপরিবহণ ব্যাহত হওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে বিভিন্ন মাত্রার বিধিনিষেধ আরোপ করেছে।
চলমান সংকটের প্রভাবে বহু আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানে যাওয়া–আসার ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। কয়েকটি এয়ারলাইন্স অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ফ্লাইট চালাবে না বলে জানিয়েছে। এ অবস্থায় নিরাপদ মনে হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে চলে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নির্দেশনায় বলা হয়েছে, ‘ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে—এমন প্রস্তুতি রাখুন। যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং যদি নিরাপদ মনে হয়, তাহলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান। এ মুহূর্তে ইরান ছাড়ুন।’ একই সঙ্গে ইরানে থাকা নাগরিকদের যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর করে কোনো ভ্রমণ পরিকল্পনা না রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
