আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কলকাতা। একসময় এই দলে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান, জিতেছেন দুটি শিরোপাও। লিটনও খেলেছেন। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর ঘিরে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ আরও বেড়েছিল।
কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট সব পোস্ট মুছে ফেলায় সেই ভালোবাসা মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। ফলশ্রুতিতে দলে দলে বাংলাদেশিরা কেকেআর, আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেল ‘আনফলো’ করছেন।
সবশেষ গত ২৪ ঘণ্টা আগে কলকাতার ফলোয়ার ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। তবে ক্রমেই কমছে এর অনুসারীর সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ লাখেরও বেশি ফলোয়ার কমছে কেকেআরের। এদিকে বিশ্বকাপের আসন্ন আসর শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট। মুস্তাফিজকে ঘিরে তৈরি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন বৈশ্বিক টুর্নামেন্টেও প্রভাব ফেলছে।
