ঢাকা-করাচি আকাশপথে ফের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। চলতি মাসেই এই ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি।গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান সমকালকে বলেন, ‘ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমানকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। চলতি মাসের শেষ দিকে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিমানের সব ধরনের প্রস্তুতি আছে।