মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):প্রযুক্তি ও মমতা, কল্যাণ ও মানবতার সমতায়, আস্থা আজ সমাজসেবায়—এই প্রতিপাদ্য লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নিবন্ধসমূহ বেসরকারি সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই মোঃ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান আহমেদ, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ হাসান আব্দুল মালেক।
সভায় স্থানীয় সংবাদকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী।বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস সমাজে সমতা, কল্যাণ ও আস্থার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
