মোঃ আশরাফ উজ্জ্বল কসবা উপজেলা প্রতিনিধি |
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগের মধ্যে সীমান্ত এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হামলাকারীরা যাতে দেশত্যাগ করতে না পারে—সে লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ পূর্বাঞ্চলীয় সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ডিসেম্বর) ৬০ বিজিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তজুড়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে নিবিড় তল্লাশি।
এর আগে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলার ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন তিনি।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ ওসি আব্দুস সাত্তার জানান, প্রতিটি পাসপোর্টধারীর তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করে পারাপার নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পলায়ন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”
