মোঃ নুরুজ্জামান আহমেদ স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস২০২৫ উপলক্ষ্যে লালমনিরহাট জেলায় কর্মরত বিএনএফ এর ২২টি সহযোগী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী এয়ারপোর্ট রোড, লালমনিরহাট প্রদক্ষিণ করে। অতঃপর নজীর (নতুন জীবন রচি) সভাকক্ষে ২ ডিসেম্বর প্রতিষ্ঠাতা বার্ষিকী ও “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫” নামক কেক কেটে আলোচনা সভার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনোনীতা দাস উপজেলা নির্বাহী অফিসার লালমনিরহাট সদর উপজেলা বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর ফয়সাল আলী সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট। সভায় সভাপতিত্ব করেন নজীর (নতুন জীবন রচি) সংস্থার উপদেষ্টা আলহাজ্জ মোঃ নূরুল হক সরকার।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব নার্গিস পারভীন, নির্বাহী পরিচালক, নজীর (নতুন জীবন রচি), এ কে এম শামসুল হক, নির্বাহী পরিচালক, মানসিকা, প্রফিট ফাউন্ডেশন নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ
মোঃ মজমুল হক, সভাপতি, অগ্রনী মহিষখোচা ফেডারেশন, মোঃ আহাদ আলী, নির্বাহী পরিচালক, শাপলা বড়খাতা ফেডারেশন, ফিরোজা বেগম, নির্বাহী পরিচালক, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), মোঃ নাজমুল ইসলাম, রুরাল এসোসিয়েশন ফর সোস্যাল এ্যডভান্সমেন্ট (রাসা)
সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অথিথি জনাব মনোনীতা দাস, উপজেলা নির্বাহী অফিসার বলেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়ন নদীভাঙ্গন এলাকা হওয়ায় উক্ত এলাকায় জিও এনজিও মিলে প্রকল্প কার্যক্রম বাড়ানো দরকার। তিনি আরো বলেন সবাই মিলে কাজ করে জেলার উন্নয়ন করি, এমন কাজ যেন না করি যাতে সমালোচনা হয়। প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ছাগল বিতরন করার জন্য বিএনএফ ও সহযোগি সংস্থাসমূহকে ধন্যবাদ জানান।
বিশেষ অথিথি জনাব মীর ফয়সাল আলী, সহকারী কমিশনার বলেন এনজিদের কাজ করতে কোন সমস্যার সন্মুখীন হলে জেলা প্রশাসক কার্যালয়ের এনজিও শাখায় অবহিত করবেন আমারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব। সরকারের পাশাপাশি এনজিওরা তাদের কাজের মাধ্যমে বেশ উন্নয়ন করেছে যেমন স্যানিটেশন, নারী উন্নয়ন ইত্যাদি। তিনি আরো বলেন কিছু কিছু মানুষ বারবার সুবিধা পাচ্ছে তাই একই ব্যক্তি যেন একাধিক সুবিধা না পায় এবং প্রকৃত দরিদ্র ব্যাক্তিগন যাতে সুবিধা পায় সেদিকে লক্ষ রাখতে হবে। লালমনিরহাট জেলায় ২২টি প্রতিষ্ঠানকে সহযোগি সংস্থা হিসেবে তালিকাভূক্ত করায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সহযোগী সংস্থার নির্বাহী প্রধানগন তাদের বক্তব্যে বাংলাদেশের অন্যতম দূর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পূর্নবাসন, অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়নে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, দারিদ্রমুক্তকরণ কর্মসূচি, শিক্ষা-স্বাস্থ্য, ছিটমহলবাসীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, সুপেয় পানি পানের ব্যবস্থা ও স্বল্পসুদে ঋণ গ্রহন করে আয় বৃদ্ধিতে অংশগ্রহনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠি এবং পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। অগ্রনী মহিষখোচা ফেডারেশন এর সভাপতি মোঃ মজমুল হক ফেডারেশনের সংগীত পরিবেশন করেন।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে জানান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দীর্ঘ দিনের একটি সরকারী প্রতিষ্ঠান। বিএনএফ এর সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং উন্নয়নের জন্য কাজ করে আসছে। তিনি আরও বলেন বিএনএফ একটি স্বচ্ছ প্রতিষ্ঠান যারা বিএনফ থেকে অনুদান পেয়েছেন তারা যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করবেন এবং হিসাব নিকাশ সঠিকভাবে রাখবেন অন্যথায় পরবর্তীতে অনুদান পেতে সমস্যা হবে। এনজিওদেরকে তাদের কাজের ধরণ পরির্তন করে যুগের চাহিদার সাথে মিল রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন।
পরিশেষে এনজিও ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বিস্তার লাভ করুক এবং সহযোগী সংস্থার সংখ্যা আরও বৃদ্ধি হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
