মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):
লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলায় স্থানীয় সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় গতকাল সংস্থার প্রধান কার্যালয়ে ২১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়নে বিভিন্ন উপকারভোগী ছাগলের মধ্যে বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে দিবসের গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভিএফএ মোঃ মেহেদী হাসান, সংস্থার চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম, প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।
