বরিশাল প্রতিনিধি
হঠাৎ একদিন মিছিল শেষে বিশ্রাম নিচ্ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ঠিক সেই সময় প্রশ্ন তুললেন মারুফ মুন্সী, বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ কর্মী —
ভাই, সবাই সমাবেশে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমি ত্যাগী নেতা! কিন্তু আসলেই কি তারা ত্যাগী নেতা?”
এই প্রশ্নের উত্তরে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিকুল ইসলাম ইমরান স্পষ্ট বক্তব্য দেন।
তিনি বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ে অনেকেই আমাদের পাশে ছিল, আবার অনেকে দলত্যাগও করেছে। যারা মাইক্রোফোন হাতে নিয়ে বলে আমি ত্যাগী নেতা, আমার পোস্ট চাই, আমার টেন্ডার চাই তারা আসলে ত্যাগী নয়, তারা ভোগের নেতা। দুঃসময়ে ত্যাগ করে এখন দলের নাম ব্যবহার করে ভোগ করতে চায় তারা। তাদের ত্যাগ দলের জন্য নয়, পকেটের জন্য।”
ইমরান আরও বলেন,
যারা সত্যিকার অর্থে দলের জন্য ত্যাগ করেছে, তারা কখনোই বলে না যে আমাদের বড় পোস্ট চাই, টেন্ডার চাই বা ঘাট চাই। বরং তারা নীরবে দলের জন্য কাজ করে যায়।”
তিনি জোর দিয়ে বলেন,
আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়নের জন্য মৃত্যু পর্যন্ত ত্যাগ করে যাব। রাজনীতি কখনোই ভোগের জায়গা নয়; এটি মানুষের কল্যাণের জন্য ত্যাগের স্থান।”
এ্যাড. ইমরান আরও আহ্বান জানান,
আমরা সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী বা সুবিধাবাদী ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনুপ্রবেশ করে ক্ষতি করতে না পারে।”
তার এই বক্তব্যে উপস্থিত সবাই অভিভূত হন এবং দলের প্রতি তার গভীর ভালোবাসা ও নিষ্ঠা দেখে মুগ্ধ হয়ে পড়েন।
কিন্তু দুঃখজনকভাবে, কিছু সুবিধাবাদী ও আওয়ামী দালাল অনলাইন প্ল্যাটফর্মে এমন ত্যাগী নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদল সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়,
আমাদের আস্থার প্রতীক ও গার্ডিয়ান এ্যাড. তৌফিকুল ইসলাম ইমরান ভাইয়ের বিরুদ্ধে প্রোপাগান্ডা বরিশাল জেলা ছাত্রদল কখনোই মেনে নেবে না।”
