জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান আহমেদ:-
লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি নিবন্ধিত সংস্থা সমূহের যৌথ আয়োজন করে । কালীগঞ্জের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য ও গুরুত্বারোপ করে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা, প্রফিট ফাউন্ডেশন এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান আব্দুল মালেক প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি রেলী প্রদক্ষিণ করেন। সভায় বিভিন্ন পেশার প্রবীণ ও নবীন ব্যক্তি,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
