ঘাসে পড়ে থাকা শিউলি ফুলে জমে থাকা শিশির মনে করিয়ে দেয়, শরৎ এসেছে গেছে। আসছে দুর্গাপূজা। বাতাসে অদ্ভুত এক দগ্ধ, কুয়াশা, শিউলি মিলিয়ে অদ্ভুত এক নৈঃশব্দ্য। এমন আবহ সংগীত বাজতে থাকে অক্টোবর এলে, মনে পড়ে ‘অক্টোবর’-এর কথা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত হিন্দি সিনেমা ‘অক্টোবর’।
গল্প শিউলি আর ড্যানকে ঘিরে। দুজনেই এক হোটেলে ইন্টার্ন হিসেবে কাজ করে। একদিন ঘটনাচক্রে তৃতীয় তলা থেকে পড়ে শিউলি আহত হয়, ভর্তি করা হয় হাসপাতালে। ড্যান তখন ধারেকাছে কোথাও ছিল না। এক সহকর্মীর মাধ্যমে ড্যান জানতে পারে, পড়ে যাওয়ার আগে শিউলির বলা শেষ কথা ছিল, ‘ড্যান, কোথায়?’
এটা ড্যানকে প্রবলভাবে নাড়িয়ে দেয়। এর পর থেকে ড্যানের ‘স্থায়ী’ ঠিকানা হাসপাতাল।
হিন্দি সিনেমায় হলেও ‘অক্টোবর’ মেজাজে বাংলা ছবি। নির্মাতা সুজিত সরকার, চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়, সংগীত পরিচালক শান্তনু মৈত্র বাঙালি বলেও হয়তো এ ছবির আবেগ বাঙালিদের বেশি ছুঁয়ে গেছে।
কোভিডের সময় থেকেই ‘অক্টোবর’-এর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়। হাসপাতালে ভর্তি প্রিয়জনের কথা মনে করে তখন অনেকেই এ সিনেমার কথা লিখেছেন অন্তর্জালে।
ফ্রেমে ফ্রেমে প্রকৃতি, প্রেম আর আবেগের গল্প বলেছে ‘অক্টোবর’। ধীরগতির সিনেমাটিকে একেকজন মনে রেখেছেন নিজের মতো করে। তবে মনে যে রেখেছেন, সেটা ‘অক্টোবর’–এর অন্তর্জাল ঘাঁটলেই মালুম হবে।