সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেইসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদ হুমায়ূন এর ছেলে মাঞ্জুরুল মজিদ মাহমুদ সা’দি।
পোস্টে সা’দি লিখেছেন,‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।
জানা যায়,সোমবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের ৩ বাবের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী,বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাব। এদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।