জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান আহমেদ:-
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা বিএনপি শাখা কর্তৃক আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠানে ধর্ম যার যার উৎসব সবার, সনাতন ধর্মের দুর্গাপূজায় লালমনিরহাটের কোন ধরনের বৈষম্য ও সংঘাত নেই । সবাই উৎসবমুখর পরিবেশে আবদ্ধ ও সুন্দর পরিবেশে উদযাপন করে থাকে বলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, “যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা সনাতন ধর্মের মন্দির ও রাস্তাঘাট তেমন কোন উন্নয়ন হয়নি । ফলে সুষ্ঠু বিনোদনের ও বিভিন্ন ধর্মীয় উৎসব সুযোগ না থাকায় বাংলার সনাতন ধর্মের মানুষ বঞ্চিত হয়েছে। অথচ সুষ্ঠু বিনোদন ও সংস্কৃতি মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানুষের মন ভালো থাকলে পরিবার ও রাষ্ট্রও ভালো থাকে। কিন্তু গত ১৭ বছরে তা হয়নি।”
অনুষ্ঠানে হিন্দু সনাতন ধর্মের শারদীয় দুর্গা উৎসব তাৎপর্য ও গুরুত্বারোপ করে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি লালমনিহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিশেষ অতিথি লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি জননেতা রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, ৪ নং দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা প্রমুখ।
বিনিময় সভায় সভাপতিত্বে করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, কালিগঞ্জ যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম আঙ্গুর ও সাধারণ সম্পাদক মেহেরবান মিঠু । সভাটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ বাবু।
শারদীয় দুর্গাপূজা বিনিময় সভায় কালীগঞ্জ উপজেলার ৯১ টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ,শিক্ষক, জনপ্রতিনিধি , রাজনৈতিক দলের কর্মী উপস্থিত ছিলেন। বিনিময় সভার শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।