বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা। সন্ধ্যার পর শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টার দিকে।
বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবির আর্থিক শক্তি ও বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। প্রায় আট মাস ধরে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করছেন মিঠু।
একইসঙ্গে এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গেও জানান তিনি। মিঠুর ভাষায়, ‘আজকের মিটিংয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। প্রথমত নির্বাচন নিয়ে, দ্বিতীয়ত বিপিএল, তৃতীয়ত আমাদের আর্থিক ব্যাপারে—ক্রিকেট বোর্ডে আমরা কত টাকা রেখে যাচ্ছি এসব ব্যাপারে।’
বিসিবির আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে মিঠু বলেন, ‘আমরা (বর্তমান কমিটি) প্রায় চৌদ্দ শ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা যদি বলি, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এসব নিয়ে প্রায় চৌদ্দ শ’ কোটি টাকা।’ এ বিপুল অঙ্কের অর্থ বিসিবির আর্থিক স্থিতিশীলতা প্রমাণ করে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া, আগামী নির্বাচন ও বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে ক্রিকেট বোর্ড আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বলেও মনে করেন ইফতেখার রহমান মিঠু।