ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে হার থেকে রক্ষা করলো আর্সেনাল। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই দল।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড তিজানি রেইন্ডার্সের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। চলতি মৌসুমে এটি তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল।
গোল হজমের পর মরিয়া চেষ্টা চালালেও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্সেনাল। বিরতির পর কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন আনলেও গোলের দেখা পাচ্ছিল না গানাররা।
অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে সমতায় ফেরান। এবেরেচি এজের পাস থেকে বক্সে ঢুকে সিটি গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করে গোলটি করেন তিনি।