আত্মপ্রকাশ, উচ্ছ্বাস
গান ও অভিনয়ের সঙ্গে বেশ আগে থেকেই যুক্ত আনান সিদ্দিকা।
গল্পভাবনা থেকে শুরু করে নির্মাণ, এরপর বিভিন্ন দেশের উৎসবে অংশ নেওয়া; ‘বাড়ির নাম শাহানা’ নিয়ে দীর্ঘ জার্নি আনানের।
ছবির নাম ‘বাড়ির নাম শাহানা’, আর তাতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান।
ছবির দীপা সমাজ ও পরিস্থিতির নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে। সেই লড়াইয়ের সঙ্গে আনানের বাস্তব জীবনের কোনো সেতুবন্ধ রয়েছে কি না? ‘এটাকে স্ট্রাগল বলব না, এটা সাহস। সবার জীবনেই নানা প্রতিবন্ধকতা থাকে। সেটা মোকাবেলা করতে গিয়ে মানুষ ভেঙে পড়ে, কিন্তু দীপা ভেঙে পড়ার পরও ফের উঠে দাঁড়ায়। সেই আগুনটা তার মধ্যে আছে। এই অপ্রতিরোধ্য আগুনটা কোথাও না কোথাও আমার মধ্যেও অনুভব করি।’
গানের আনান
মাঝে অনেক বছর লন্ডনে ছিলেন আনান। সেখানে একটি ব্যান্ড গড়েছিলেন ‘লক্ষ্মীট্যারা’। জানালেন, ব্যান্ডের হয় জ্যাজ, লাতিন ঘরানার মিউজিকে বাংলা গান করতেন তাঁরা। এখন যেহেতু দেশে, সেই ব্যান্ডের কার্যক্রম আপাতত বন্ধ। দেশেই নতুন একটি দল গঠন করে ফের গানে মনোনিবেশ করবেন বলে জানালেন আনান।